শাটারস্টকের কাছে গিফিকে বিক্রি করলো মেটা

২৩ মে, ২০২৩ ২৩:০৬  

নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে নির্দেশনা পাওয়ায় অবশেষে গিফিকে বিক্রি করতে বাধ্য হলো ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেশন। নগদ ৫৩ মিলিয়ন ডলারে এই অ্যানিমেটেড ছবির প্ল্যাটফর্মটি কিনছে শাটারস্টক ইনকর্পোরেশন। খবর রয়টার্স।

গত মাসে প্রতিযোগিতামূলক ইস্যুতে মেটাকে বিক্রি করতে রাজি হয় মেটা। এর আগে গত বছর ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা মেটাকে গিফি বিক্রি করে দেয়ার নির্দেশনা দেয়। গিফির বৃহৎ কনটেন্টের অ্যাক্সেস পাওয়ার ফলে অপর প্রতিদ্বন্দ্বি স্ন্যাপচ্যাট কিংবা টুইটারকে বেকায়দায় ফেলে দিতে পারে এমন আশঙ্কা থেকে নিয়ন্ত্রক সংস্থাটি এই নির্দেশনা দেয়।

২০২০ সালে নিউইয়র্ক ভিত্তিক গিফিকে ৪০০ মিলিয়ন ডলারে কিনে নেয় মেটা। তবে এক বছর পরেই চুক্তিটি ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থার কারণে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়।

ডিবিটেক/বিএমটি